Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

মায়ানমারে পাচারের সময় মশারী ও নৌকার প্রপেলার জব্দ, আটক-৫

রেমবো ত্রিপুরা
আপডেট : December 27, 2025
Link Copied!

থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচিতে বিজিবি টহল দল কর্তৃক মায়ানমারে পাচারের সময় ১,৫০০ পিস মশারী ও ১০৮টি নৌকার প্রপেলার জব্দ এবং ০৫ জন আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিজিবির নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায়, ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ থানচি বাজার পোস্টের বিপরীত পাশে অবস্থিত জিনিঅং পাড়া এলাকায় একটি ট্রাক থেকে সাদা বস্তাবন্দী মালামাল সীমান্ত দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে দুটি নৌকায় তোলা হচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে ৩৮ বিজিবি কর্তৃক দায়িত্বপূর্ণ সকল নৌ চেকপোস্টকে তৎপরতা জোরদারের নির্দেশনা প্রদান করে।

পরবর্তীতে আনুমানিক ১৫:৩০ ঘটিকায় বলিপাড়া ব্যাটালিয়নের টেন্ডমুখ নৌ চেকপোস্টে সন্দেহভাজন নৌকা দুটিকে থামিয়ে তল্লাশি করা হলে ১৯টি বস্তায় মোট ১,৫০০ পিস মশারী এবং ১টি বস্তায় ১০৮টি নৌকার প্রপেলার ও চোরাচালানের কাজে ব্যবহৃত দুটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। এ সময় নৌকায় থাকা ০৫ জন ব্যক্তিকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান যে, উদ্ধারকৃত মালামাল মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। পরবর্তীতে বিজিবি কর্তৃক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ০৫ জন আসামী ও জব্দকৃত মালামাল থানচি থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।

বলিপাড়া জোন (৩৮ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস জানায়, সীমান্ত এলাকায় অবৈধ পাচার রোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে তাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।

আরো পড়ুন→বান্দরবানে ১১ লক্ষ টাকার জাল নোটসহ গ্রেফতার–৩