নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৩ অক্টোবর বিকেলে কক্সবাজারের একটি অভিজাত হোটেলে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপি’র আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য এবং বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বাবু সাচিং প্রু জেরী।
সভায় নাইক্ষ্যংছড়ি উপজেলার মারমা, চাক, তঞ্চঙ্গ্যা, ম্রো, ত্রিপুরা ও বড়ুয়া সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তারা নিজেদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত বান্দরবান জেলা বিএনপি’র সম্মানিত সদস্য বাবু উফেসা মার্মা-এর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপি’র সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানি,উপজেলা শ্রমিক দলের আহাবায়ক ইয়াহিয়া খান মামুন, ও যুবদলের নেতা আমিরুল কবি রাকিব , সোনাইছড়ি ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি বাবু ডা. ছাহ্লা থোয়াই,২৭০ নং নাইক্ষ্যংছড়ি মৌজার হেডম্যান বাবু বাচিং চাক, এবং উপজেলার বিভিন্ন হেডম্যান, কারবারি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিশিষ্ট নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উচাই মং মার্মা, সাবেক সাধারণ সম্পাদক, নাইক্ষ্যংছড়ি সরকারি কলেজ ছাত্র সংসদ।
মতবিনিময় সভায় বাবু সাচিং প্রু জেরী বলেন,পার্বত্য অঞ্চলের সব জনগোষ্ঠীই এই দেশের অবিচ্ছেদ্য অংশ। বিএনপি সর্বদা পাহাড়ের মানুষের অধিকার ও উন্নয়নের পাশে থাকবে। ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমরা একসাথে কাজ করবো।
সভার শেষে অংশগ্রহণকারীরা পাহাড়ে স্থায়ী শান্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আরো পড়ুন→নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩ চোরাকারবারি আটক