Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

ঘুমধুম সীমান্ত থেকে ‘আরাকান আর্মি’র সহযোগী আটকের দাবী বিজিবির

Link Copied!

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ঘুমধুমের তুমব্রু পশ্চিম কুল চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে দুইজনকে আটক করেছে বিজিবি।

রোববার (১৭ আগস্ট) বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ের অধীনস্থ তুমব্রু বিওপির সদস্যরা তাদের আটক করে বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনীটি।

রোববার দুপুরে আটকের ঘটনা ঘটলেও মধ্যরাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি দাবী করে, আটকদের মধ্যে মিয়ানমারের ডেকুবুনিয়া গ্রামের উছলা চাকমার ছেলে উলাই চাকমা (২৪) আরাকান আর্মির সহযোগী। অন্যজন তার সহযোগী বাংলাদেশের রাঙ্গামাটি শহরের জ্ঞান রঞ্জন চাকমার ছেলে নয়ন চাকমা (৩০)।

তারা জিজ্ঞাসাবাদে বিজিবি-কে এসব তথ্য দেয় বলে জানানো হয় ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে।

আটকদের বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহনের জন্য থানা পুলিশের কাছে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও জানায় বিজিবি।

আরো পড়ুন→মিয়ানমার সীমান্তবর্তী ঘুমধুম খালের ভেতর থেকে অস্ত্র-গুলি উদ্ধার করল বিজিবি