1. soccergames24@gmail.com : babul khan : babul khan
  2. paharkantho2024@gmail.com : Sm Nasim : Sm Nasim
  3. 1234567889@gmail.com : Khaled Mahabub Khan Arafat : Khaled Mahabub Khan Arafat
  4. shebabslinfg@gmail.com : Babul Khan : Babul Khan
  5. mhkbkhan@gmail.com : Mahabub Hassan Khan : Mahabub Hassan Khan
রুমার ৮ বছর ধরে অনিয়মিত প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক, বেতন পাচ্ছেন প্রতিমাসে - paharkantho
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
রুমায় সহকারী শিক্ষা অফিসারের দুই পদ শূন্য: তদারকি–শৃঙ্খলায় স্থবিরতা রুমায় দুলাচান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অনুপস্থিত, পাঠদানে অনিয়মের অভিযোগ রেইচা আর্মি চেকপোস্টে সেনাবাহিনী কর্তৃক ৬ রোহিঙ্গা আটক থানচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি’র র‍্যালি ও আলোচনা সভা বান্দরবানের থানচিতে জাতীয় সমবায় দিবস পালিত বান্দরবানে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন থানচিতে বিশ্ব খাদ্য দিবসে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা দেশের আলোচিত পর্ণ তারকা দম্পতি বান্দরবানে আটক নাইক্ষ্যংছড়িতে শিশু ধর্ষনের ঘটনায় ধর্ষক আটক বান্দরবানে ১৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র রেংনয়া ম্রো
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

রুমার ৮ বছর ধরে অনিয়মিত প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক, বেতন পাচ্ছেন প্রতিমাসে

চনুমং মারমা
  • প্রকাশিতঃ সোমবার, ২১ জুলাই, ২০২৫

রুমা প্রতিনিধিঃ বান্দরবানের রুমা উপজেলার ২নং সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে অবস্থিত সোনাই সেকদু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জন বাহাদুর ত্রিপুরার নামে বিদ্যালয়ে অনুপস্থিতি, অনিয়ম ও নানান দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে উক্ত পাড়ার সচেতন ব্যক্তিবর্গ ও পরিচালনা কমিটির সভাপতি ক্ষিপ্ত হয়ে উপজেলা শিক্ষা বিভাগে লিখিত অভিযোগ করেছে বলে জানা গেছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সোনাই সেকদু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসের অধিকাংশ সময় বিদ্যালয়ে উপস্থিত থাকেন না, তার অনুপস্থিতির কারণে স্কুলে স্বাভাবিকভাবে পাঠদানের ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উক্ত অভিযোগ পত্রে আরো উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে বিদ্যালয় মেরামত বাবদ বরাদ্দকৃত ১৫০,০০০ টাকা কোন খাতে খরচ হয়েছে তা নিয়ে অস্পষ্টতা রয়েছে, এই বিষয়ে পরিচালনা কমিটি সভার মাধ্যমে প্রধান শিক্ষক বাহাদুর ত্রিপুরার কাছে জানতে চাইলে তিনি নির্দিষ্ট কোনো জবাব দিতে পারেননি। এইদিকে বিদ্যালয়ের সিলিং বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। পরিচালনা কমিটির সভাপতি মনিহা ত্রিপুরা স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ পত্রে এইসব তুলে ধরেন অভিভাবকরা।

নাম প্রকাশ্যের অনিচ্ছুক একাধিক অভিভাবকেরা জানান, দীর্ঘদিন ধরে নিয়মিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত না থাকায় শিক্ষার্থীদের লেখাপড়ার অবনতি ঘটছে। এ ধরনের দায়িত্বহীন শিক্ষক থাকলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকার পথে পা রাখবে। আমরা চাই শিক্ষার্থীদের সুষ্ঠু ও মানসম্মত শিক্ষা পরিবেশ ফিরে পাক। তারা আরো বলেন, বিগত সাত-আট বছরে কোন মাসিক সভা ও অভিভাবক সমাবেশও হয়নি বিদ্যালয়টিতে।

তারা আরো বলেন, প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি, তিনি কি পদক্ষেপ নেন, আমরা দেখব।

অনুপস্থিতির, অনিয়ম ও দুর্নীতি বিষয়ে অভিযোগ নিয়ে সোনাই সেকদু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জন বাহাদুর ত্রিপুরার সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল ধরেননি। ফলে বিষয়টি সম্পর্কে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা আশীষ চিরান থেকে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, শিক্ষা প্রতিষ্ঠানের অনুপস্থিতির, অনিয়ম ও দুর্নীতির বিষয়টি নিয়ে কোনোভাবেই সহ্য করা হবে না।

বান্দরবান পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্ববায়ক জনাব আশরাফুর রহমান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাহাড় কণ্ঠের পাঠকদের বিপ্লবী শুভেচ্ছা জানিয়েছেন

call now: 01872-699800

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
jp-354c8c03daee477a362a