শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :
মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা -থানচি সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তার বাহিনীর সাথে গোলাগুলিতে কেএনএফ দুই সদস্য নিহত থানচিতে কেএনএফ সতর্কতায় বিজিবি’র গণসংযোগ বান্দরবান ব্যাংক ডাকাতির মামলায় কেএনএফের আরও ৫ জন রিমান্ডে নাজুক পরিস্থিতিতে ভুগছে থানচির পর্যটন কেন্দ্র গুলো বান্দরবান থানচি ব্যাংক ডাকাতির মামলায় কেএনএফ সদস্য ও সহযোগী রিমান্ডে  নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্ত পরিদর্শনে বিজিবির মহাপরিচালক দুর্গম ধুপানিছড়া যৌথ বাহিনী অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ ৯জন আটক বান্দরবান কেএনএফের আরও ৪ সদস্য কারাগারে নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালন

বান্দরবান রিজিয়নে অনুষ্ঠিত হয় ধর্মীয় প্রধান দের সম্মেলন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ২২৪ জন নিউজটি পড়েছেন

পাহাড় কন্ঠ ডেক্সঃবান্দরবা‌ন রিজিয়নের উদ্যোগে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অডিটোরিয়ামে বান্দরবান জেলার সকল ধর্মীয় প্রধান দের নিয়ে অনুষ্ঠিত হয় ধর্মীয় প্রধান সম্মেলন।

বুধবার (২৯ ডিসেম্বর ২০২১) সকা‌ল ১১০০ ঘটিকায় বান্দরবান সেনা রি‌জিয়‌নের সার্বিক তত্ত্বাবধায়নে বান্দরবান পার্বত্য জেলার শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখা এবং নিরাপত্তা বাহিনীর প্রতি স্থানীয় জনগণের মধ্যে আরও অধিক আস্থা অর্জন ও সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বান্দরবান রিজিয়নের আওতাধীন সকল ধর্মের ধর্মীয় প্রধান ব্যক্তিদের নিয়ে *বান্দরবান রিজিয়নের ধর্মীয় প্রধান দের সম্মেলন* অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক এনডিসি, এএফডব্লিওসি, পিএসসি, কর্নেল শফিউল আজম পারভেজ সেক্টর কমান্ডার, বিজিবি সেক্টর বান্দরবান। লে: কর্নেল মোহাম্মদ মঈনুল হক,এস ইউপি, পিএসসি,৫ইবি,বান্দারবান জোন।লে: কর্নেল হাসান শাহারিয়ার ইকবাল,পিএসসি,২৮ বীর,রুমা জোন। লে: কর্নেল নাদির হোসেন চৌধুরী এ এফ ডব্লিউ সি,পিএসসি,(জি+),ডেট কমান্ডার,ডিজিএফআই,বান্দাবান ডেট ,লে: কর্নেল মুকিম উদ্দিন পিএসসি,ডেট কমান্ডার এএসইউ, বান্দারবান,লে: কর্নেল সিরাজুল ইসলাম উকিল,প্রিন্সিপাল,ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মেজর আব্দুল আল ফারাবি ভারপ্রাপ্ত জোন কমান্ডার আলীকদম জোন এবং বান্দারবান প্রতি উপজেলায় মুসলিম ,বৌদ্ধ ,হিন্দু ,খ্রীষ্টান ধর্মের ইমাম ,ভান্তে ,ধর্মীয় গুরু এবং ফাদার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক স্টাফ রিপোর্টার বৃন্দ।অনুষ্ঠানের শুরুতেই প্রত্যেক ধর্মের একজন করে ধর্মীয় প্রধান তাদের ধর্মীয় জ্ঞানের আলোকে মূল্যবান বক্তব্য পেশ করেন এবং অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার এবং বান্দরবানের রিজিয়নের অন্তর্গত সকল জোন কমান্ডার বৃন্দ।

এ সময় বান্দরবানের জোন কমান্ডার লে: কর্নেল মইনুল হক এসইউপি, পিএসসি বলেন সকল ধর্মীয় জাতিগোষ্ঠী মিলেমিশে কাজ করে বান্দরবান জেলায় সম্প্রীতির এক অনন্য নিদর্শন স্থাপন করেছে । পার্বত্য এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে অপারেশন উত্তরণ এর আলোকে বেসামরিক প্রশাসন ও জনপ্রতিনিধিদের পাশাপাশি ধর্মীয় জাতিগোষ্ঠীর নিরাপত্তা, শিক্ষা-স্বাস্থ্য, দুর্যোগ মোকাবেলা , অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তা, ধর্মীয় অনুষ্ঠানে সহায়তা এবং সামাজিক অবস্থার পরিবর্তনের নিমিত্তে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

তিনি ধর্মীয় গুরু দের উদ্দেশ্য করে বলেন আমাদের পাশাপাশি আপনাদের অবদান অপরিসীম তাই বান্দরবান জেলায় শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের ধারা বজায় রাখতে একত্রিত ভাবে কাজ করা এবং সেনাবাহিনীকে তাদের নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানান।

প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মো: জিয়াউল হক এনডিসি ,এএফডব্লিউসি,পিএসসি, তার বক্তব্যে বলেন বান্দরবান পার্বত্য জেলায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখা এবং নিরাপত্তা বাহিনীর প্রতি স্থানীয় জনগণের মধ্যে অধিক আস্থা অর্জন ও সম্পর্ক উন্নয়নই আজকের সম্মেলনের মূল লক্ষ্য।

তিনি বক্তব্যের শুরুতেই বান্দরবানের প্রশাসনের অবদান এর কথা বলতে গিয়ে বলেন জনগণের শান্তি শৃংখলা নিরাপত্তা রক্ষার্থে আমাদের সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার এবং অন্যান্য সরকারি সংস্থা বান্দরবান রিজিয়ন এর প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে টহল পরিচালনা,অপারেশন এবং চেকপােষ্ট স্থাপন করেছে যার ফলে মানুষের নিরাপত্তা বিধান নিশ্চিত হয়েছে ।

তিনি আরো বলেন শুধু নিরাপত্তা নয় পার্বত্য অঞ্চলের মানুষের ন্যায্যতা, সমতা,সহাবস্থান এবং সম্প্রীতির উন্নয়নসহ সকলের সমঅধিকার নিশ্চিত করতে সেনাবাহিনীর ভূমিকা অপরিসীম।

ধর্মীয় গুরু দের উদ্দেশ্য করে বলেন আপনারা যে যার অবস্থান থেকে সমাজকে আলাের পথ দেখাচ্ছেন। যার ফলে সকল ধর্মের মানুষজন নৈতিকতার শিক্ষা পাচ্ছে, ভালো মন্দের মধ্যে তফাৎ করতে শিখছে। আমরা জানি কেউই ধর্মের ঊর্ধ্বে নয় এবং সকল ধর্মই শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে। কোন ধর্মেই সহিংসার শিক্ষা দেয় না। সুতরাং বান্দরবানে সম্প্রীতি বজায় রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার এবং সকল ধর্মীয় গুরুদের অবদান রয়েছে বলেও তিনি জানান।

পরিশেষে তিনি আমন্ত্রিত অতিথিদের মাঝে সৌজন্যে উপহার প্রদান করেন এবং সকলকে ধর্ম-বর্ণ ও জাতি গােষ্ঠীর মানুষ এই অঞ্চলের উন্নয়ন এবং সন্ত্রাস দমনে একযোগে কাজ করতে আহ্বান জানান ও সকলের সুখ সমৃদ্ধি এবং উত্তর উত্তর সকলের মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৮ পূর্বাহ্ণ
  • ১৬:৩২ অপরাহ্ণ
  • ১৮:৩৭ অপরাহ্ণ
  • ২০:০০ অপরাহ্ণ
  • ৫:১৬ পূর্বাহ্ণ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
themesba-lates1749691102
error: Content is protected !!