নিজস্ব প্রতিবেদকঃ পাহাড়ে গড়ে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কেএনএফ এর সাথে জড়িত সন্দেহে জেসি জিংরিনহপার বম (২০) নামে এক নারীকে গ্রেপ্তার,আদালতের আদেশে কারাগারে। গ্রেফতারকৃত নারী রুমা উপজেলার পাইন্দু ইউপির বাসাত্লাং পাড়া এলাকার জুয়েল বমের মেয়ে।
বুধবার (১লা মে) দুপুর ১টায় বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোছাইন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে দুপুরে রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি,মসজিদে হামলা,পুলিশ ও আনসার সদস্যের ১৪ টি অস্ত্র লুটের মামলায় আটক কেএনএফ এর ১৩ জন সদস্যের ২ দিনের রিমান্ড শেষে আদালতে আনা হলে তাদের পূনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোছাইন।
প্রসঙ্গত গত ২ ও ৩ এপ্রিল রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা,টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সন্দেহে এই পর্যন্ত ২৪জন নারীসহ ৮১ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।এদের মধ্যে ৬১ জনকে বিভিন্ন সময়ে দুই দিনের রিমান্ড মঞ্জুর ও ৩ নারীকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছে আদালত।