নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা শুভ নববর্ষ ১৪৩১ পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসুচি পালন করেছে। দিনব্যাপী কর্মসুচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন,রাজনৈতিক নেতৃবৃন্দরা অংশ গ্রহন করেছেন।
রবিবার (১৪ এপ্রিল) সকাল ৯ টার সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশাল মঙ্গল শোভা যাত্রা বের করা হয়।
র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া,বান্দরবান জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্যানোওয়ান চাক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা,থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মান্নান,
উপজেলা কৃষি অফিসার ইনামুল হক,
দোছড়ি ইউপি চেয়ারম্যান মো: ইমরান, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীবৃন্দ।
র্যালি শেষে উপজেলা মুক্ত মঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গান,নৃত্ব পরিবেশন করে শুভ নববর্ষ উৎযাপন করেন।