থানচি প্রতিনিধি: বান্দরবানের থানচিতে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) ব্যবস্থাপনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেএনএফ সতর্কতায় এলাকার জনগণের অংশগ্রহণের গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) ব্যবস্থাপনায় এলাকার জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি, শিক্ষক, ব্যবসায়ী ও সচেতন মহলের প্রতিনিধিদের নিয়ে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও কেএনএফ সতর্কতায় গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বলিপাড়া জোন (৩৮ বিজিবি) অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তৈমুর হাসান খাঁন, পিএসসি, এসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, জেলা পরিষদের সদস্য বাশৈচিং চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ, উপজেলা সাবেক চেয়ারম্যান খামলাই ম্রো, বলিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াঅং মারমা, গালেংগ্যা ইউনিয়নের চেয়ারম্যান মেনরত ম্রো, থাইক্ষ্যং মৌজা হেডম্যান মংপ্রু মারমা, সেকদু মৌজা হেডম্যান বাথোয়াইচিং মারমা ও কেঙ্গু মৌজা হেডম্যান ক্যসাউ মারমা প্রমুখ। এছাড়া এলাকার পাড়ার কারবারি, শিক্ষক, ব্যবসায়ী ও সচেতন মহলের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিথিদের বক্তব্যে বলেন, সম্প্রতিক কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) কার্যকলাপের দ্বারা এলাকার অশান্তি বিরাজ করছে। এই নিয়ে সকলকে সচেতন ভাবে সতর্কতার সাথে সরকারের উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে সচেতন মহলের প্রতি জানানো হয়। একই সাথে বিভ্রান্তি না ছড়িয়ে সঠিক তথ্য জানা ও প্রকাশ করা উচিত। সম্প্রীতি বান্দরবান অব্যাহত রাখতে এলাকার জনগণের কাছে আহ্বান জানানো হয়েছে।