Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

লিবিয়ায় বিমান হামলায় বাংলাদেশি নিহত, আহত ১৫

পাহাড় কন্ঠ ডেস্ক:
আপডেট : November 18, 2019
Link Copied!

লিবিয়া রাজধানী ত্রিপোলির উপকণ্ঠ ওয়াদি রাবিয়ায় আজ সোমবার একটি বিস্কুটের কারখানায় বিমান হামলায় একজন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন বাংলাদেশি। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত বাংলাদেশির নাম আবুল হাসান। তাঁর বাড়ি রাজশাহী জেলায়। আহতদের ত্রিপোলির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ত্রিপোলি থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সেকান্দার আলী মুঠোফোনে গণমাধ্যম কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকালে লিবিয়ার পূর্বাঞ্চলীয় ফোর্স লিবিয়ান ন্যাশনাল আর্মির প্রধান (এলএনএ) খলিফা হাফতার নেতৃত্বাধীন মিলিশিয়া বাহিনী ওয়াদি রাবিয়ার বিস্কুটের কারখানায় ড্রোন হামলা চালায়। মূলত ত্রিপোলিতে জাতীয় ঐকমত্যের সরকারকে উৎখাতের জন্য হাফতারের বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে। ওই হামলায় এক বাংলাদেশিসহ ৬ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।

দূতাবাসের শ্রম কাউন্সেলর এস এম আশরাফুল ইসলাম গণমাধ্যম কে জানান, দূতাবাসের একটি প্রতিনিধি দল তাজুরা হাসপাতালে যায়। ওই হাসপাতালে নিহতদের লাশ দেখে আবুল হাসান নামে একজনকে শনাক্ত করা হয়েছে। তাঁর বাড়ি রাজশাহী জেলায়। এরপর ওই হাসপাতালে আহত ১৫ বাংলাদেশিকে উন্নত চিকিৎসাার জন্য ত্রিপোলির অন্য তিনটি হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।