বান্দরবান প্রতিনিধিঃ নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ (১১ জানুয়ারি) বান্দরবান সদর হেব্রন পাড়া এলাকায় অনুষ্ঠিত হয়েছে “Sessions on Maternal and New Born Care” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা।
প্রশিক্ষণ কার্যক্রমটির আয়োজন করে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প। কর্মশালাটি বাস্তবায়ন করে কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (CDC) এবং এতে সার্বিক সহযোগিতা প্রদান করে কম্পিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ (CIB)। এই কর্মশালায় গর্ভবতী মা , সদ্য প্রসূতি নারী , অভিভাবক ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।
ট্রেনিংয়ে ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা কল্যাণ সহকারী মুক্তা তঞ্চঙ্গ্যা । তিনি প্রশিক্ষণে মাতৃস্বাস্থ্য , নিরাপদ প্রসব , নবজাতকের পরিচর্যা , পুষ্টি , টিকাদান এবং স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। পাশাপাশি মা ও শিশুর সুস্থতা নিশ্চিত করতে প্রয়োজনীয় করণীয় বিষয়গুলো সহজভাবে ব্যাখ্যা করেন।
আয়োজকদের মধ্যে থেকে একজন সদস্য জিংনুন এং বম জানান , পাহাড়ি ও দুর্গম এলাকায় নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকি তুলনামূলক বেশি। এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে মা ও শিশুর মৃত্যুহার কমানো সম্ভব হবে।
সেই সাথে অংশগ্রহণকারী এক মা বলেন , প্রশিক্ষণটি অত্যন্ত কার্যকর ও সময়োপযোগী বলে মন্তব্য করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃতভাবে আয়োজনের দাবি জানান।
আরো পড়ুন→আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব:-উপদেষ্টা ফরিদা আখতার


