বান্দরবানের বহুল আলোচিত ও বিভিন্ন কারনে নানাভাবে সমালোচিত বান্দরবান জিপ-মাইক্রোবাস মালিক সমিতির সকল কার্যক্রম খতিয়ে দেখবে বান্দরবান জেলা প্রশাসন।
গত বুধবার (৭ জানুয়ারি) মুঠোফোনে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান এর বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শামীম আরা রিনি। এসময় তিনি বলেন, বান্দরবান জিপ-মাইক্রোবাস মালিক সমিতির অনিয়ম সংক্রান্ত কোনও বিষয় জানা ছিলো না। কেউ বলেনি তবে আজকে যেহেতু জানলাম আমরা বিষয়টি খতিয়ে দেখবো। এসময় তিনি আরও বলেন,দীর্ঘদিন কোনও কমিটি থাকলে অনিয়ম হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হবে। এসময় তিনি,জিপ চালকদের শৃঙ্খলায় ফেরাতে বেশকিছু সিদ্ধান্ত ইতিবাচকভাবে বাস্তবায়িত হয়েছে বলেও উল্লেখ করেন। তিনি জানান,বিআরটিএ এর মাধ্যমে পর্যটকবাহী বেশিরভাগ জিপ চালককে লাইসেন্স আওতায় আনা হয়েছে। এছাড়া ডাবল ট্রিপ প্রবনতাকে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে। এবিষয়ে, একধিক ভুক্তভোগী জানান, সমিতির অনিয়ম ও স্বজনপ্রীতির বিষয়ে জেলা প্রশাসক বরাবরে লিখিতভাবে জানানো হবে।
এদিকে সমিতির নিবন্ধন,নির্বাচন ও আর্থিক বিষয়ের সার্বিক তথ্য জানতে চাইলে সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো.নজরুল ইসলাম বলেন, “আমি এখানে সদ্য যোগদান করেছি।বর্তমানে ছুটিতে আছি। আগামী রবিবার এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবো।”
এইসব অভিযোগের বিষয়ে জানতে জিপ-মালিক সমিতির সভাপতি নাসিরুল আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে ফোন কেটে দেন ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
আরো পড়ুন→কচ্ছপিয়া যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার স্বরণে দোয়া ও মিলাদ


