বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক মনু’র স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা ও বাইশারী ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের আয়োজনে বাইশারী বাজার সংলগ্ন মাঠে রবিবার (৪ জানুয়ারি) বিকেলে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির নেতা সাইফুদ্দিন বাহাদুর ও বাইশারী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল আলম রুবেল যৌথ পরিচালনায় এবং বাইশারী ইউনিয়ন বিএনপির সবেক সভাপতি আজিজুল হক তালুকদারের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বান্দরবান ৩০০নং আসনে ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বান্দরবান জেলা বিএনপির আহবায়ক সাচিং প্রু জেরি।

তিনি বলেন, মনিরুল হক মনু অক্লান্ত পরিশ্রম করে স্থানীয়ভাবে বিএনপিকে একটি শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠা করেছে। আজ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। অনেক ত্যাগ তিতিক্ষা ও নির্যাতনের শিকার হয়ে জাতীয়বাদী আদর্শকে বাইশারীতে সম্মানজনক স্থানে দাঁড় করিয়ে গেছে। তাদের সেই নীতি আদর্শকে আমাদের মনেপ্রাণে ধারণ করতে হবে। স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাশৈপ্রু, মুজিবুর রশিদ,নেজাম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানি,নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ,উপজেলা বিএনপির সবেক সাধারণ সম্পাদক মো: কামাল উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ইয়াহিয়া খান মামুন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা ও সাংবাদিক আব্দুর রশিদ এবং বাইশারী ইউনিয়ন বিএনপি নেতা জসিম উদ্দিনসহ নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির ও বাইশারী ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ।
স্মরণ সভায় বক্তারা বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মনিরুল হক মনুর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
পরে মনু’র আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। স্মরণ সভা ও দোয়া মাহফিল শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আরো পড়ুন→ইয়াবাসহ প্রচার দল নেতা আটকের ঘটনায় প্রচার দলের বিতর্কিত বিবৃতি


