Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

রুমায় বম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

চনুমং মারমা
আপডেট : December 31, 2025
Link Copied!

রুমা প্রতিনিধিঃ বান্দরবান জেলার রুমা উপজেলায় বম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বম জাতির শিক্ষার্থীদের অংশগ্রহণে এক শিক্ষাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে “শিক্ষাই জাতির মেরুদণ্ড”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সভায় শিক্ষার গুরুত্ব, শিক্ষার্থীদের ভবিষ্যৎ করণীয়, নৈতিক শিক্ষা ও সমাজ গঠনে শিক্ষার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মেহেদী সরকার, পিএসসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি লালরি থাং বম, বিসিবি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি লাললিয়ান সম সাইলুক, সাবেক ভাইস চেয়ারম্যান থাংখালিয়ান বমসহ বম সম্প্রদায়ের শতাধিক শিক্ষার্থী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি লালরি থাং বম বলেন,“একটি জাতির টেকসই উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা। শিক্ষার মাধ্যমে ব্যক্তির নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকশিত হয়, যা ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময়ানুবর্তিতা ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মোঃ মেহেদী সরকার, পিএসসি বলেন,“আমি একটি সম্ভাবনাময় প্রজন্ম দেখতে চাই। তরুণরাই হলো সমাজের সবচেয়ে বড় শক্তি এবং বড় চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা তাদের মধ্যেই রয়েছে। আজকের শিক্ষার্থীদের এমনভাবে গড়ে উঠতে হবে, যেন তারা আগামী দিনে সমাজ ও জাতিকে অনুপ্রেরণা দিতে পারে।”

তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলাবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি বলেন, সেনাবাহিনী সব সময় শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতার পক্ষে কাজ করে। সেনাবাহিনীর মূল লক্ষ্য দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাস, সহিংসতা ও অপরাধ নির্মূল করা—যা সমাজ ও দেশের কল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন,“আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ডাক্তার, প্রকৌশলী ও সেনাবাহিনীর দক্ষ কর্মকর্তা হিসেবে দেশকে নেতৃত্ব দেবে। একটি সুন্দর ও উন্নত সমাজ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই।”

রুমা উপজেলা সম্পর্কে তিনি বলেন,

“এই উপজেলা আমার কাছে শুধু একটি প্রশাসনিক এলাকা নয়, এটি আমার আপন ঘর। এখানকার মানুষের সুখে-দুঃখে আমি সব সময় পাশে থাকার অঙ্গীকার করছি।”

এ সময় তিনি কেএনএফ-এর সদস্যদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, যারা এখনো অস্ত্র হাতে জঙ্গলে অবস্থান করছে, তারা যদি সহিংসতার পথ ছেড়ে শান্তিপূর্ণ জীবনে ফিরতে চায়, তবে রাষ্ট্র ও সমাজ তাদের সহযোগিতার জন্য প্রস্তুত। ভয় নয়, আশার পথে এগিয়ে এসে শান্তি ও উন্নয়নের নতুন ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বই সেট বিতরণ করা হয়।

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে জানান, এ ধরনের আলোচনা সভা শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ ও সচেতনতা বাড়াবে এবং তাদের ভবিষ্যৎ পথচলায় সঠিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণা জোগাবে।

আরো পড়ুন→বান্দরবানে ইয়াবাসহ প্রচারদল নেতা গ্রেফতার