নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল ফেইজ–২’ পরিচালনা করে এক যুবককে গ্রেপ্তার করেছে লামা থানা পুলিশ।
গতকাল (২৭ ডিসেম্বর) লামা থানার এসআই আলমগীরের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল অভিযানটি পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড সাপমারা ঝিরি এলাকার বাসিন্দা মৃত শফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৭)। শনিবার রাত আনুমানিক ৯টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়।
লামা থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আল মামুন গজালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সে দীর্ঘদিন যাবৎ ফেসবুকের মাধ্যমে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া তাকে মোটরসাইকেল চুরির মামলায় আগে দুইবার কারাগারে প্রেরণ করা হলেও জামিনে বেরিয়ে যায় সে।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে লামা থানা।
আরো পড়ুন→মায়ানমারে পাচারের সময় মশারী ও নৌকার প্রপেলার জব্দ, আটক-৫


