Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

নির্বাচনের প্রাক্কালে সংখ্যালঘুদের ওপর সহিংসতায় এএলআরডি’র গভীর উদ্বেগ

পাহাড়কন্ঠ ডেস্ক
আপডেট : January 11, 2026
Link Copied!

হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের নিন্দা, দোষীদের দ্রুত বিচারের দাবি ৩২ নাগরিকের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর পরিকল্পিত হত্যাকাণ্ড, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট ৩২ জন নাগরিক। এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (ALRD)–এর দেওয়া এক যৌথ বিবৃতিতে এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ী ব্যক্তি ও উস্কানিদাতাদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।

শনিবার গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিগত কয়েক সপ্তাহে একের পর এক পরিকল্পিত হত্যাকাণ্ডসহ ধারাবাহিক সহিংস ঘটনা ঘটছে। বিশেষ করে সংখ্যালঘু নাগরিকদের হত্যা, তাদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের মতো ঘটনাগুলো দেশকে অস্থিতিশীল করার সুপরিকল্পিত অপচেষ্টা বলে জনমনে ধারণা সৃষ্টি করেছে।

 

বিবৃতিতে উল্লেখ করা হয়, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যমতে ময়মনসিংহের ভালুকায় দীপু দাস, যশোরে রানা প্রতাপ বৈরাগী, নরসিংদীর শরৎ চক্রবর্তী মণিসহ একাধিক সংখ্যালঘু নাগরিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এছাড়া চট্টগ্রামের রাউজানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে দরজা বন্ধ করে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা জানানো হয়।

যৌথ বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যে ধর্মীয় সম্প্রীতি একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। সাধারণ জনগণের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ বিরল হলেও একটি ক্ষুদ্র উগ্রবাদী ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত গোষ্ঠী পরিকল্পিতভাবে এসব নাশকতা চালাচ্ছে। আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এসব সহিংস ঘটনা সংঘটিত হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। দেশি-বিদেশি উস্কানিদাতা ও পৃষ্ঠপোষক গোষ্ঠী এসব কর্মকাণ্ডে মদদ দিচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এসব ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনতে প্রশাসনের বারবার ব্যর্থতা উদ্বেগজনক। ঘটনার পেছনে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং বিচার নিশ্চিত করার পাশাপাশি তদন্তের অগ্রগতি জনগণের সামনে প্রকাশ করার দাবি জানানো হয়।

এই প্রেক্ষাপটে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—সংখ্যালঘু হত্যা, হামলা ও অগ্নিসংযোগে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা;

সংখ্যালঘুদের বাড়িঘর, দোকানপাট, মন্দির, গির্জাসহ সব উপাসনালয়ের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারকে বিশেষ ব্যবস্থা গ্রহণ; হিন্দুসহ সকল ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে বিশেষ নির্দেশনা ও কঠোর নজরদারি জোরদার;

এবং সব রাজনৈতিক দল ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে এসব সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান।

যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, মানবাধিকার কর্মী, আইনজীবী, শিক্ষক ও গবেষকসহ মোট ৩২ জন নাগরিক।

এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (ALRD)–এর নির্বাহী পরিচালক শামসুল হুদা স্বাক্ষরিত এই যৌথ বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে পৃথক অভিযানে তিনটি বন্দুক উদ্ধার