কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যের আহ্বান
নিজস্ব প্রতিবেদকঃ বেগম রোকেয়া দিবস উপলক্ষে কন্যা ও নারীর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে বান্দরবানের বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস)-এর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।
‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বেগম রোকেয়া দিবস উপলক্ষে বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) ও সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ-এর সহযোগিতায় এবং কিংডম অব নেদারল্যান্ডস-এর অর্থায়নে বাস্তবায়নাধীন ‘সোচ্চার’ প্রকল্পের আওতায় বিএনকেএস কনফারেন্স হলরুমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিএনকেএস-এর সভানেত্রী নেমকিম বম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুপম চাকমা। আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকার কর্মী অং চ মং মারমা এবং অ্যাডভোকেট সারা সুদীপা ইউনুসসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে সুপম চাকমা বলেন,“বেগম রোকেয়ার চিন্তা ও দর্শন আজও আমাদের পথ দেখায়। নারী ও কন্যার প্রতি সহিংসতা শুধু সামাজিক সমস্যা নয়, এটি একটি মানবাধিকার সংকট। ডিজিটাল যুগে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
সভাপতির বক্তব্যে নেমকিম বম বলেন,“বেগম রোকেয়া আমাদের শিখিয়েছেন—শিক্ষা ও সচেতনতা নারীর প্রকৃত শক্তি। বর্তমানে ডিজিটাল সহিংসতা একটি নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এ থেকে মুক্তির জন্য নারীদের নিজেদের অধিকার সম্পর্কে জানতে হবে এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে হবে।”
মানবাধিকার কর্মী অং চ মং মারমা বলেন,“নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সামাজিক মূল্যবোধের পরিবর্তন জরুরি। নাগরিকদের ঐক্যবদ্ধ উদ্যোগ ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।”
অ্যাডভোকেট সারা সুদীপা ইউনুস তাঁর বক্তব্যে নারীর ডিজিটাল অধিকার প্রসঙ্গে বলেন,
“ডিজিটাল প্ল্যাটফর্মে নারী ও কন্যাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন সম্পর্কিত সচেতনতা বাড়ানো এবং সহজ বিচারপ্রাপ্তি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনকেএস-এর এইচআর ও অ্যাডমিন ম্যানেজার সাইন সাইন এ মারমা। শুরুতে স্বাগত বক্তব্য দেন বিএনকেএস-এর উপ-পরিচালক উবানু মারমা। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনকেএস-এর প্রজেক্ট ফোকাল ভাননু স্যাম বম, ট্রেনিং অফিসার পারমিতা চাকমাসহ সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভায় বক্তারা একমত পোষণ করেন যে নারীর অধিকার, শিক্ষা, ক্ষমতায়ন ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমেই বেগম রোকেয়ার আদর্শ বাস্তবায়ন সম্ভব। সভা শেষে নারী ও কন্যার প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
আরো পড়ুন→বান্দরবানে দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত

