Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ‘Art & Soul: A Letter to Our Future Self’ সভা অনুষ্ঠিত

মোঃ আব্দুল্লাহ
আপডেট : November 30, 2025
Link Copied!

বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (BBA) ও হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট (HTM) বিভাগের যৌথ উদ্যোগে ‘Art & Soul: A Letter to Our Future Self’ শীর্ষক এক মননশীল ও সৃজনধর্মী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) আধাবেলা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মুহিবুল্ল্যাহ সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের সেক্রেটারি ডা. মোহাম্মদ নুরুল আবছার। আরও উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য ড. অং চালু মারমা এবং বিশেষ অতিথি এম. আবদুর রহিম, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. খোরশেদ আলী এবং ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুল ইসলাম।

ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বি.বি.এ) ও হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট (এইচ.টি.এম) বিভাগের শিক্ষার্থীদের সৃজনশীলতা ও শিল্পভাবনা তুলে ধরতে আয়োজিত ‘আর্ট অ্যান্ড সোল’ ছিল একটি ভিন্নধর্মী প্রদর্শনী ও মতবিনিময়মুখী আয়োজন। এতে শিক্ষার্থীরা শিল্প, ধারণা, অভিব্যক্তি ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ স্বয়ংকে উদ্দেশ্য করে নানা বার্তা তুলে ধরে।

বিবিএ-একাউন্টিং ডিপার্টমেন্ট ৫ম ব্যাচের শিক্ষার্থী হাসনাত সুলতানা শাওন বলেন, এই আয়োজন মাধ্যমে বর্তমান ও ভবিষ্যতের মধ্যে এক সেতুবন্ধন তৈরি করবে। আমরা কীভাবে আজকের ভাবনা, শিল্প ও উপস্থাপনার মাধ্যমে সামনের দিনগুলোকে রূপ দিতে পারি এই অনুষ্ঠান তারই প্রতিচ্ছবি।

অনুষ্ঠনের অংশ হিসেবে ক্যাম্পাসের একটি কক্ষে হাতে ছাপ প্রদর্শনী আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও শিল্পমননকে আরও উদ্দীপ্ত করে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

দিনব্যাপী আয়োজনের শেষে শিক্ষার্থীরা পরিবেশন করেন সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, আবৃত্তি ও নানা আকর্ষণীয় পরিবেশনা। প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে বিকেলের শেষ প্রহরে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

আরো পড়ুন→থানচিতে বিএনকেএস’র ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত