নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত ৫ নভেম্বর গভীর রাতে মশার কয়েলের আগুনে বাইশারী বাজারের অন্তত ৭টি দোকান পুড়ে যায়।
ঘটনার তিনদিন পর শনিবার ৮ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে বান্দরবানের জামায়াতের আমির এস,এম আব্দুস সালাম আযাদ এবং বান্দরবান ৩০০নং আসনের জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালাম সহ অন্যান্য নেতৃবৃন্দরা আগুনে পুড়ে যাওয়া দোকান গুলো পরিদর্শন করেন এবং প্রত্যেককে নগদ অর্থ প্রদান করেন।
ক্ষতিগ্রস্থ শহিদুল ইসলাম বলেন, আগুনে পুড়ে গিয়ে আমার মুদি দোকান এবং গুদাম ঘর সম্পূর্ণ ছাই হয়ে যায়। ক্লান্ত মনকে শান্তনা দিতে জামায়াতের আগে কোন রাজনৈতিক দল আমার পাশে দাঁড়ায়নি। রাজনৈতিক দল জামায়াতের উদারতার জন্য নেতৃবৃন্দদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সম্ভ্যাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জামায়াত নেতা মুহাম্মদ রফিক বছরী, উপজেলা জামায়াতের নায়েবে আমির মোঃ ইলিয়াছ, বাইশারী জামায়াতের আমির মোঃ ছলিম উল্লাহ, সেক্রেটারী আহসান হাবীব প্রমুখ।
আরো পড়ুন→বান্দরবান এক ও অভিন্ন, বিভাজনের কিছু নেই : ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরী