Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

নাইক্ষ্যংছড়িতে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ছাত্রশিবিরের দোয়া ও আলোচনা সভা

জাহাঙ্গীর আলম কাজল
আপডেট : October 28, 2025
Link Copied!

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস” যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুর ২টায়, নাইক্ষ্যংছড়ি কলেজ হলরুমে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার সভাপতি মোঃ এরশাদ, এবং সঞ্চালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি মোঃ নুর ছাদেক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বান্দরবান জেলা শাখার অর্থ সম্পাদক মুহাম্মদ মূসা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের ছাত্রকল্যাণ সম্পাদক নুরুল ইসলাম নূর। এ সময় উপজেলা শিবিরের সাংগঠনিক সম্পাদক ছলিম উল্লাহ, অর্থ সম্পাদক আবুল মনসুর, অফিস সম্পাদক আব্দুল্লাহ আল সাকিব, এছাড়াও বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মূসা বলেন“ ২৮ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায়। পল্টনের মাটিতে সংঘটিত সেই ট্র্যাজেডি স্বাধীন দেশে রাজনৈতিক নিষ্ঠুরতা ও রাষ্ট্রীয় বর্বরতার এক ভয়াবহ দৃষ্টান্ত হয়ে আছে।শহীদদের রক্ত বৃথা যেতে পারে না; তাদের ত্যাগ আমাদেরকে দায়িত্ববান, আদর্শবান এবং সত্য ও ন্যায়ের পথে অটল থাকতে অনুপ্রাণিত করে।”

প্রধান আলোচক নুরুল ইসলাম নূর বলেন “সে সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল অস্থির ও উত্তপ্ত। ইসলামি আন্দোলনের ন্যায্য দাবিতে যখন লাখো মানুষ শান্তিপূর্ণভাবে পল্টনে সমবেত হয়,তখন তাদের ওপর নেমে আসে গুলি ও নির্যাতনের বন্যা। অসংখ্য তরুণ শহীদ হন,আহত হন শত শত কর্মী।

তাদের অপরাধ ছিল— ইসলাম, ন্যায় ও সত্যের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়া।তিনি আরও বলেন,বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের শুধু ডিগ্রীধারী নয়,আদর্শবান মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। ইসলামী মূল্যবোধে পরিচালিত শিক্ষার্থীই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

যারা অধ্যয়ন, চরিত্র ও ক্যারিয়ারের প্রতিটি ক্ষেত্রে ইসলামি নীতিকে ধারণ করবে, তারাই ভবিষ্যতের নেতৃত্ব দিতে সক্ষম হবে।বক্তারা আরও বলেন, ২৮ অক্টোবর শুধু শোকের নয়, অনুপ্রেরণারও দিন।এই দিনটি আমাদের শেখায়— সত্য ও ন্যায়ের পথে অটল থাকতে হলে ত্যাগ ও ধৈর্য অপরিহার্য।

শহীদদের রক্ত ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে করেছে আরও দৃঢ়,শক্তিশালী ও অবিচল। সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

আরো পড়ুন→পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে নাইক্ষ্যংছড়ি সদর জামায়াতের আলোচনা সভা