Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

জাতীয় নির্বাচনে নীরব ব্যালট বিপ্লবের প্রত্যাশা জামায়াতের: অধ্যাপক আহসান উল্লাহ

জাহাঙ্গীর আলম কাজল
আপডেট : October 20, 2025
Link Copied!

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ মন্তব্য করেছেন যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলার মাটিতে ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুর মতো ইসলামী শক্তির পক্ষে ‘নীরব ব্যালট বিপ্লব’ ঘটবে ইনশাআল্লাহ।

শনিবার (১৮ অক্টোবর, ২০২৫) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে জেলা আমীর এস এম আবদুচ ছালাম আজাদ-এর সভাপতিত্বে আফাই মিলনায়তনে অনুষ্ঠিত রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

অধ্যাপক আহসান উল্লাহ বলেন, বাংলাদেশে ইসলামের যে বিজয় মিছিল শুরু হয়েছে, তা আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিফলিত হবে। এজন্য তিনি জেলার সকল জনশক্তিকে এখন থেকে ঐক্যবদ্ধভাবে জাতীয় নির্বাচনে বিজয়ের জন্য কাজ করার নির্দেশ দেন।

সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর নির্বাচন (২০২৬-২০২৮ সেশনের জন্য) অনুষ্ঠিত হয় এবং জেলার সকল রুকন ভাই-বোনেরা আমীরে জামায়াতের ভোট প্রদান করেন।

জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যাপক আবদুল আউয়াল-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পবিত্র কুরআন থেকে দরস পেশ করেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বশর।

বান্দরবান ৩০০ নং আসনের জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর এড. মুহাম্মদ আবুল কালাম বক্তব্য পেশ করেন। তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ হবে ইসলামের জাতীয় সংসদ, ইসলামী শক্তির সংসদ, যা ডাকসু, জাকসু, চাকসু ও রাকসু প্রমাণ করে দিয়েছেন।” তিনি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম মোস্তফা তাজ, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বান্দরবান জেলা সভাপতি অধ্যাপক হামেদ হাসান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ জেলা সভাপতি অধ্যাপক ফারুক আহমেদ, বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলা উদ্দীন ইমামী, জেলা যুব ও মিডিয়া সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম, জেলা মানব সম্পদ সম্পাদক বশর মাহমুদ, জেলা অফিস সম্পাদক আশরাফুল ইসলামসহ বিভিন্ন উপজেলা আমীরগণ।

বিস্তারিত পড়ুন→পাহাড়ে বসবাসরত সকলকে একসাথে কাজ করতে হবে: কে এস মং