থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচি উপজেলার বলি বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পরিষদের সদস্য ও জামায়াতের ইসলাম নায়েবে আমির এ্যাড আবুল কালাম। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবার ও দোকান মালিকদের হাতে জামায়াতের ইসলাম পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
গতরাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বলি বাজারের ১১টি দোকানসহ বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায় ও ক্ষতিগ্রস্ত হয়। এতে বাজারের ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে চরম বিপাকে পড়েন। খবর পেয়ে জেলা পরিষদের সদস্য শনিবার (২৬ অক্টোবর) বিকালে ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতির পরিমাণ দেখেন ও ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন।
পরিদর্শনকালে তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে জেলা পরিষদ ও জামায়াতের ইসলাম বাংলাদেশ সবসময় থাকবে। যেভাবে সম্ভব, পুনর্বাসনের ব্যবস্থাও নেওয়া হবে যাতে ক্ষতিগ্রস্তরা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
পরিদর্শনকালে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা জামায়াতের ইসলাম আমীর আব্দুস সালাম আজাদ, সাবেক জেলা পরিষদের সদস্য ও বলিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বলি বাজারে বাজার চৌধুরী বাশৈচিং চৌধুরী, অধ্যাপক গোলাম মোস্তফা তাজ ও স্থানীয় জনপ্রতিনিধি ও বাজার কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে তাদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। জেলা পরিষদের সদস্য ও জামায়াতের ইসলাম এ সহায়তা ও উপস্থিতি তাদের কিছুটা সান্ত্বনা দিয়েছে।
উল্লেখ্য, গতরাতে অজ্ঞাত আগুনের আগুন সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে অন্তত ১১টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এতে ক্ষয়ক্ষতি প্রায় কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
আরো পড়ুন→বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে গেঞ্জি পাচারকালে পাচারকারী আটক।