Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

খ্রিষ্টানদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

সুফল চাকমা
আপডেট : October 25, 2025
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ পার্বত্য চট্টগ্রামে খ্রিষ্টান সম্প্রদায়ের বিরুদ্ধে “জোরপূর্বক খ্রিষ্টানকরণের মাধ্যমে খ্রিষ্টান রাষ্ট্র প্রতিষ্ঠা” শীর্ষক মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন করেছে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা।

শনিবার (২৫ অক্টোবর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে ‘সর্বস্তরের খ্রিষ্টান সম্প্রদায়, বান্দরবান পার্বত্য জেলা’র উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন হয়। এতে বিভিন্ন খ্রিষ্টান চার্চের পাদ্রি, ধর্মীয় নেতা, শিক্ষক, শিক্ষার্থী, নারী ও যুবসহ বহুসংখ্যক ত্রিপুরা, বম ও খুমীসহ বিভিন্ন সম্প্রদায়ের খ্রিষ্টান নাগরিকরা এই মানব বন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে “পার্বত্য চট্টগ্রামে খ্রিষ্টানরা স্বাধীন রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র করছে” — এমন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব মিথ্যা প্রচারণা পাহাড়ে বসবাসরত খ্রিষ্টান জনগোষ্ঠীর প্রতি ঘৃণা, বিভাজন ও অবিশ্বাস সৃষ্টি করছে। বক্তারা দাবি জানান, এ ধরনের অপপ্রচার বন্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের খ্রিষ্টান সম্প্রদায় দেশপ্রেমিক এবং বাংলাদেশের সংবিধান ও সার্বভৌমত্বে অটল। তারা বহুদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নে অবদান রেখে আসছে। মিথ্যা প্রচারণার মাধ্যমে একটি সম্প্রদায়কে কালিমালিপ্ত করার অপচেষ্টা গণতান্ত্রিক রাষ্ট্রে কখনোই কাম্য নয়।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লালজার লম বম এর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন চার্চের প্রতিনিধি, সমাজ নেতা, তরুণ-তরুণী ও পাহাড়ি নারীরা। ঐতিহ্যবাহী পোশাক পরিহিত পাহাড়ি নারীরাও হাতে প্ল্যাকার্ড তুলে ধরেন, যাতে লেখা ছিল — “পার্বত্য চট্টগ্রামে খ্রিষ্টানদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করুন।”

মানব বন্ধন কর্মসূচীতে নেতৃবৃন্দ শান্তিপূর্ণ সহাবস্থান ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং ভবিষ্যতে মিথ্যা প্রচারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। মানব বন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানব বন্ধনে বক্তব্য রাখেন জন ত্রিপুরা, লেলুং খুমী, দীনেন্দ্র ত্রিপুরা,লালজার লম বম প্রমূখ।

বিস্তারিত পড়ুন→নাইক্ষ্যংছড়ির ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দের সঙ্গে সাবেক এমপি সাচিং প্রু জেরীর মতবিনিময়