নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির উদ্যোগে সীমান্ত এলাকায় বসবাসরত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত নাইক্ষ্যংছড়ি বিজিবি’র উদ্যোগে বামহতির ছড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিক্যাল অফিসার মেজর মোঃ মুত্তাদির ৩ শত অসহায় মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। এতে বিনামূল্যে ওষুধ পেয়ে মহা খুশি সীমান্তে বসবাসরত এ-সব মানুষ।
এ বিষয়ে বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস এম কপিল উদ্দিন কায়েস জানায়, সীমান্ত এলাকায় বসবাসরত দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করে আসছে। এতে একদিকে যেমন জনগণ চিকিৎসা সুবিধা পাচ্ছেন, অন্যদিকে সীমান্ত এলাকায় বিজিবি প্রসংশায় মানুষ।
তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষা নয়, মানবিক কার্যক্রমের মাধ্যমেও সীমান্তবাসীর পাশে দাঁড়াচ্ছে। জনগণের প্রতি এ সহযোগিতা বিজিবির নিয়মিত কার্যক্রমের অংশ।
এতে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোন জেসিও মোশাররফ হোসেন, ভালুক খাইয়া বিওপির ইনচার্জ শাহ আলম,ফুলতলা বিওপির ইনচার্জ মোজাহিদসহ বিজিবির অধীনস্থ কর্মকর্তাগণ।
স্থানীয় জনসাধারণের বিজিবি’র এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এ ধরনের চিকিৎসা সেবায় তাদের কষ্ট অনেকটা লাঘবের কথা জানান।
আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে পূজা মন্ডপ পরিদর্শনে জেলা জামায়াতের আমির