Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

আলীকদম অবৈধ পাথর উত্তোলনের দায়ে দুইজন কারাগারে

Link Copied!

বান্দরবানঃ আলীকদম উপজেলায় অবৈধ পাথর উত্তোলনের দায়ে দুই পাথর ব্যবসায়ীকে জেলহাজতে পাঠিয়েছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। হাজতে প্রেরণকৃত ব্যক্তিদ্বয় মোঃ জয়নাল (২৮) আলীকদম ৩নং নোয়াপাড়া ইউ,পি রোয়াম্ভু বশির কারবারী পাড়া ৪ নং ওয়ার্ডের ফজল আলী এর ছেলে। মোঃ ছৈয়দ আলম সাং- খুইল্যা মিয়াপাড়া ২নং ওয়ার্ড ১নং আলীকদম ইউ,পি মৃত আনু মিয়া এর ছেলে।

বুধবার (২২ জুলাই) দুপুরে আদালতে মোঃ জয়নাল ও মোঃ ছৈয়দ আলম হাজির হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মুজাহিদুর রহমান জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

সূত্রে জানা যায়, জি, আর ১১৬/২০২০ আলীকদম থানার মামলা নং ০২(৫)২০ধারা খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন ১৯৯২ এর ৫ ধারা। অবৈধ ভাবে বিক্রের উদ্দেশ্য পাথর খনিজ সম্পদ উত্তোলন ও হেফাজত রাখার অপরাধে তারা বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মুজাহিদুর রহমান তাদেরকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।