Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বালাঘাটা সম্প্রীতির গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের শুভসূচনা

আরাফাত খাঁন
আপডেট : September 26, 2025
Link Copied!

বান্দরবান জেলা সদরের পৌরসভা ১নং ওয়ার্ডের বালাঘাটা এলাকার ঐতিহ্যবাহী বালাঘাটা বিলকিছ বেগম উচ্চবিদ্যালয় মাঠে চলছে বালাঘাটা সম্প্রীতির গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫”।

আজ শুক্রবার বিকেলে বালাঘাটা কিংস এফসি ও লাংলুক পাড়া একাদশের মধ্যকার খেলার মাধ্যমে শুরু হয় উক্ত টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল পর্বের খেলা।

বালাঘাটা সম্প্রীতির ফুটবল টুর্নামেন্ট–২০২৫ আয়োজন ও পরিচালনায় রয়েছেন বালাঘাটা এলাকার বিশিষ্ট তরুণ ক্রীড়াবিদ মোহাম্মদ সাহাদাত হোসেন, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ আসিফসহ অনেকেই।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের প্রথম আসরের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের বান্দরবান জেলার আহ্বায়ক আলী হায়দার বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক অনিসুর রহমান মোহন, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্ববায়ক আশরাফুর রহমান প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম। বান্দারবান জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক  মো: রিদুয়ানুল হক, পৌর স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ তহীদ, মজাম্মেল হক রানা, জয়সীম তঞ্চঙ্গ্যা, দূর্জয়সহ অনেকেই।

কোয়ার্টার ফাইনালের প্রথম খেলায় মুখোমুখি হয় বালাঘাটা কিংস এফসি ও লাংলুক পাড়া একাদশ। এসময় দর্শকদের দুর্দান্ত চমৎকার খেলা পরিবেশন করে লাংলুক পাড়া একাদশ-কে ৪-০ গোলে হারিয়ে খেলায় জয়লাভ করে সেমিফাইনালে পৌঁছে যায় বালাঘাটা কিংস এফসি।

খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হন বালাঘাটা কিংস এফসির খেলোয়াড় রকি মারমা।

বিস্তারিত পড়ুন→বান্দরবানে চার শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা