সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে জেলা সদরের আবু সাঈদ মুক্তমঞ্চে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বান্দরবান জেলা।
বান্দরবান জেলা বিএনপি’র আহ্বায়ক সাবেক সংসদ সাচিং প্রু জেরী’র সভাপতিত্বে বান্দরবান জেলা বিএনপি’র সদস্যসচিব সাবেক পৌর মেয়র জাবেদ রেজার সঞ্চালনায় আয়জিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির উপজাতি বিষয়ক সম্পাদক মিসেস মা ম্যা চিং, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গণি, যুগ্ম আহ্বায়ক সা শৈ প্রু, মুজিবুর রশিদ, জাহাঙ্গীর আলম, লুসাই মং, জসীম উদ্দিন তুষার প্রমুখ।
এছাড়াও আলচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম, সাধারণ সম্পাদক, আরিফুল ইসলাম চৌধুরী। বান্দরবান পৌর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি, মোঃ কালাম। জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক, আলী হায়দার বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অমিত ভূষণ তঞ্চঙ্গ্যা, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক, আনিসুর রহমান মোহন, ওমর ফারুক জিহাদ, ইমরান তালুকদার, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্ববায়ক আশরাফুর রহমান, সদস্য সচিব মোঃ মাকসুদ, যুগ্ম আহ্বায়ক মো মোর্শেদ, সাবেক ছাত্রদল নেতা, হেলাল উদ্দিনসহ শ্রমিকদল,কৃষকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অথিতিরা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির অতীতের ইতিহাস সম্পর্কে বক্তব্য রাখেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একত্রিত হয়ে বিএনপির মনোনীত প্রার্থীকে সমর্থন করে বিএনপি-কে ক্ষমতায় বসানোর আহ্বান জানান।
দলটির প্রতিষ্ঠাকালীন সংক্ষিপ্ত ইতিহাস, “১৯৭৮ সালের (১ সেপ্টেম্বর) এইদিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি) নামক একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। এবং বিএনপির প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন, দলটির প্রথম মহাসচিবের দায়িত্ব পালন করেন আলমগীর একিউএম বদরুদ্দোজা চৌধুরী। তখন থেকে শুরু করে আজ দুইহাজার ২০২৫ পর্যন্ত বিএনপির রাজপথ যাত্রা ছিল ঐতিহাসিক। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বাংলাদেশের প্রধান বিরোধী রাজনৈতিকদল হিসেবে অনেক অন্যায় যুলমের শিকার হয় দলটির নেতাকর্মীরা।তবুও কোনো ধরনের আপোষ না করে দলটির বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাথে সরাসরি লড়ায় চালিয়ে যায় দলটি।
বর্তমানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান, মহাসচিব হিসেবে রয়েছেন, মির্জা ফখরুল ইসলাম। জানাযায় আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিবে দলটি। আসন্ন সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার রোড মেপেই হাঁটছে বিএনপি।
আরো পড়ুন→আলমগীর সিকদার হত্যা মামলার ৬ বছর পর প্রধান আসামীর আত্মসমর্পণ, কারাগারে পাঠালেন বিচারক