দীর্ঘ এক দশক পর বান্দরবানের ফুটবলে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনল সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা–২০২৫। সেনা ও সিভিল প্রশাসনের যৌথ সমন্বয়ে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের কেন্দ্রে ছিলেন রোয়াংছড়ি সাব-জোন কমান্ডার ও আয়োজক কমিটির চেয়ারম্যান মেজর এম এম ইয়াসিন আজিজ।
গত ১০ বছর ধরে পাহাড়ে বড় কোনো ফুটবল আয়োজন না হলেও মেজর ইয়াসিনের উদ্যোগে এ বছর রোয়াংছড়ি ও বান্দরবান সদর—উভয় এলাকায় টানা টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়েছে। তাঁর সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাধারা প্রতিযোগিতাকে শুধু একটি খেলা নয়, বরং সম্প্রীতির উৎসবে পরিণত করেছে।
আজ বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দর্শকের উপচে পড়া ভিড় এবং খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ প্রমাণ করেছে-ফুটবল আবারও পাহাড়ে ফিরে এসেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি, জোন কমান্ডার, বান্দরবান জোন।
তিনি বলেন,“খেলাধুলা জাতীর জীবনে অনন্য ভূমিকা পালন করে। বিশেষ করে বান্দরবানে ফুটবলকে পুনর্জীবিত করার এই মহৎ উদ্যোগে আমি গভীরভাবে সন্তুষ্ট। সেনাবাহিনীর কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সর্বসাধারণের সহযোগিতায় আজকের এ টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। দর্শকদের উচ্ছ্বাস প্রমাণ করে, এ অঞ্চলের মানুষ খেলাধুলাকে কতটা ভালোবাসে। তবে এই বিশাল আয়োজনের পেছনে মূল নেতৃত্ব, মূল পরিকল্পনা ও প্রকৃত কারিগর ছিলেন আমাদের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান—মেজর এম এম ইয়াসিন আজিজ। তাঁর দূরদর্শী নেতৃত্ব, নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রমেই এ প্রতিযোগিতা সফল হয়েছে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামণি ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আব্দুল করিম।
স্থানীয় ক্রীড়া সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, দীর্ঘদিন পর বান্দরবানে এমন প্রাণবন্ত ফুটবল আয়োজন সামাজিক সম্প্রীতি দৃঢ় করার পাশাপাশি তরুণদের মাঝে দলবদ্ধতা ও শৃঙ্খলার শিক্ষা দিচ্ছে।
খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
উল্লেখযোগ্য যে, আগামী মাসে বান্দরবান সদর উপজেলায় আন্তঃউপজেলা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতার চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করবেন মেজর এম এম ইয়াসিন আজিজ। তাঁর নেতৃত্বে পাহাড়ি ফুটবল আরও সমৃদ্ধ হবে বলে আশা ক্রীড়াপ্রেমীদের।
আরো পড়ুন→বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন।