নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সোনাইছড়ি ফাঁড়ি পুলিশের অভিযানে ২০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে চথোয়াইওয়ান মার্মা (২০) নামে এক জনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হকের নির্দেশে সোনাইছড়ি পুলিশ ফাড়ি কেন্দ্রের ইনচার্জ (আইসি) পুলিশ পরিদর্শক কামরুল ইসলামের নেতৃত্বে এসআই ফেরদৌস রনি সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।
শুক্রবার (১৫ আগস্ট ) রাত ১১টা ৪৫ মিনিটে সোনাইছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড ক্যায়াংপাড়া গ্রামের ইউনিয়ন পরিষদ ভবনের প্রায় ১০০ গজ পূর্ব পাশে পাকা সড়কে এই অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।
অভিযানে নাইক্ষ্যংছড়ি উপজেলার জুমখোলা এলাকার পিং আচং মার্মার ছেলে চথোয়াইওয়ান মার্মা-কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।
নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘেঁষা এলাকায় প্রতিনিয়তই মিয়ানমার থেকে ইয়াবা পাচারের চেষ্টা চলে আসছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে এসব মাদক নিয়ন্ত্রণে কাজ করছে।
আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবাসহ পুলিশের জালে আটক-১