নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ৩৫ নম্বর পিলারের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে এক তংচংগ্যা যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।
সোমবার (২৩ জুন) বিকেল আনুমানিক ৪টার দিকে দাউদবনিয়া ঢালা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীর বরাতে জানা গেছে, ওই স্থানে আরাকান আর্মির পুঁতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরিত হলে তৎক্ষণাৎ বিকট শব্দ শোনা যায়। পরে খবর পাওয়া যায় আহত যুবককে সীমান্তের ওপারের একটি আরাকান আর্মি চৌকিতে নেওয়া হয়েছে এবং সেখানেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহত যুবক মেদাই গ্রামের চাবং’র ছেলে ওলিমং তংচংগ্যা (৩৫) বলে জানিয়েছেন এপারের (হেডম্যান পাড়ার) স্থানীয় বাসিন্দারা।
তবে অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় আরাকান আর্মির সদস্যরা হেডম্যান পাড়ায় থাকা যুবকের স্বজনদের খবর দেন।
পরে তারা সীমান্ত পেরিয়ে আহত যুবককে বাংলাদেশে নিয়ে আসতে চাইলে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তার নাগরিকত্ব যাচাই-বাছাই করতে দেখেছে বলে স্থানীয়রা জানায়।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হক, মিয়ানমারের অভ্যন্তরে এক তংচংগ্যা মাইন বিস্ফোরণ আহতের বিষয় নিশ্চিত করেন।
এ সংক্রান্তে ৩৪ বিজিবির অধিনায়ক লে কর্ণেল খায়রুল আলম বলেন,মাইন বিস্ফোরণের আহত তংচংগ্যার যুবকের বিষয়টি দেখতেছেন বলে জানিয়েছেন তিনি।
বিস্তারিত→বান্দরবানে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার