থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচিতে তিন্দু ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় খেয়াং নারীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলা সদর বাজার প্রাঙ্গণে খেয়াং নারীকে হত্যার প্রতিবাদে এবং আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে থানচি আদিবাসী ছাত্র সমাজ আয়োজনে শৈচিংউ খেয়াং সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশের বক্তব্যে বক্তারা অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এসময় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বকুলি মারমা, সিংওয়াইমং মারমা, মংএনু মারমা, উক্যবুং মারমা, আসাবান ত্রিপুরা, থংলে খুমি, লালসিম বম ও চিংম্রা খেয়াং প্রমুখ।
আরো পড়ুন→চিংমা খেয়াং হত্যাকান্ডের সঠিক বিচারের দাবীতে বান্দরবানে বিক্ষোভ