শুক্রবার (০২ মে) বিকেলে জেলা সদরের শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চে এই আলোচনা সভার আয়োজন করেন বান্দরবান জেলা শ্রমিকদল। এর আগে পৌর সদরের রাজার মাঠ এলাকা থেকে শ্রমিক দলের জেলা উপজেলা অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের নেতৃতে এক বিশাল মিছিল নিয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবু সাইদ মুক্ত মঞ্চে এসে জনসমুদ্রে পরিনত হয়। এরপর সেখানে বান্দরবান জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস শুক্কুরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল বান্দরবান জেলার সভাপতি আব্দুস শুক্কুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি)‘র কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ.এম. নাজিম উদ্দীন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগিয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নূরুল্লা বাহার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা শ্রমিক দলের সহসভাপতি মোহাম্মদ আজম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল বান্দরবান জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী শ্রমিকদল বান্দরবান জেলার সাংগঠনিক সম্পাদক, মোঃ অবু তাহের। উক্ত আলোচনা সভা সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল বান্দরবান পৌরসভার সভাপতি সৈয়দ হোসেন কালু ও জাতীয়তাবাদী শ্রমিকদল বান্দরবান পৌরসভার সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দীন।
এসময় প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ.এম. নাজিম উদ্দীন তার বক্তব্যে বলেন, শ্রমিকদের সংগ্রাম করে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন সংগ্রামের রাস্তা এত সোজা নয়। এসময় আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক শেখ শেখ নূরুল্লা বাহার। বান্দরবান জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল,বান্দরবান জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের। জেলা শ্রমিকদলের সহসভাপতি মোহাম্মদ আজম প্রমুখ।
এসময় উক্ত আলোচনা সভায় শ্রমিকদলসহ বিএনপি‘র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাছাড়াও বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন→ঘুমধুমে ৩৪ বিজিবি’র ফ্রি চিকিৎসা সেবা,ওষুধ পেলো ৩শত গরীব-অসহায়