নিজস্ব প্রতিবেদকঃ সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবিতে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে আদালত চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, গত ১৭ বছরে দেশে মানবাধিকার, ভোটাধিকার ও ন্যায়বিচার ছিল না। তারা বলেন, ফ্যাসিবাদী শাসন কায়েম করে বিচার বিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে, যার অন্যতম সহযোগী ছিলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক।
বক্তারা আরও বলেন, বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে জনগণের উপর দমন-পীড়ন চালানো হয়েছে। বিচারপতি খায়রুল হক বিচারহীনতার সংস্কৃতি চালু করে বিচার বিভাগকে কলুষিত করেছেন। তাঁকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়, অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বান্দরবান জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্যাচিং মারমা, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খান প্রমুখ।
আরো পড়ুন→রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ: কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের