Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

রুমায় ঈদ উপলক্ষে সেনাবাহিনীর উপহার বিতরণ

চনুমং মার্মা
আপডেট : March 30, 2025
Link Copied!

রুমা প্রতিনিধিঃ বান্দরবানের রুমায় প্রান্তিক ও দুস্থ মানুষের মাঝে রুমা সেনা জোনের উদ্যোগে আসন্ন ঈদ উপলক্ষে উপহার স্বরূপ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (৩০ মার্চ) সকালে রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উপহার বিতরণ করেন সেনাবাহিনীর ছত্রিশ বীর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আলমগীর হোসেন, পিএসসি।

সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ, নুডুলস, চাল, ডাল, তেলসহ আরও বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। আর্থিক অস্বচ্ছলতার কারণে যাদের পক্ষে ঈদের জন্য প্রয়োজনীয় কেনাকাটা করা অসম্ভব ছিল,তাদের জন্য সেনাবাহিনীর এই সহায়তা অত্যন্ত আনন্দ দায়ক এবং পরিতৃপ্তির বলে উল্লেখ করেছেন উপহার প্রাপ্তরা।

ঈদ উপহার বিতরণ শেষে রুমায় সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আলমগীর হোসেন, পিএসসি বলেন, আমরা শুধু ঈদ নয়, সারাবছরই সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। রমজান মাসজুড়ে আমরা ইফতার সামগ্রী বিতরণ করেছি এবং অন্তত পাঁচ শতাধিক এতিম শিশুর জন্য ইফতার আয়োজন করেছি। আমাদের এই মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। তিনি যোগ করেন, বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা নিশ্চিত করেই থেমে নেই, বরং সাধারণ মানুষের পাশে দাড়িয়ে তাদের জীবনমান উন্নয়নের ভূমিকা রাখে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের মতো অঞ্চলগুলোতে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে এবং দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে তারা নিয়মিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এই ধারাবাহিকতার অংশ হিসেবে রুমা সেনা জোন এবার উপজেলার দেড় শতাধিক দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করছে।

আরো পড়ুন→ইমাম-মুয়াজ্জিনদের মানোন্নয়নে কাজ করছে-বাজেপ সদস্য এডভোকেট আবুল কালাম।