থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আমতলী পাড়ার সাঙ্গু নদী ঘাটে আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ-আল মামুন, এসময় অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে বালি উত্তোলনকারীর থেকে আর্থিক জরিমানা আদায় করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল জানান, সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আমতলী পাড়ার সাঙ্গু নদীর ঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেলে, তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে ঘটনাস্থলে উক্যমং মারমা (৪৬) নামক এক ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে বালি উত্তোলন করার দায়ে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, এই উপজেলায় সরকারি দায়িত্ব পালনের রাষ্ট্রীয় ও জনস্বার্থে যেকোনো অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আরো পড়ুন→রাঙ্গামাটিতে সেনা অভিযানে ইউপিডিএফের গোপন আস্তানায় সন্ধান, বিভিন্ন সামরিক সরঞ্জাম উদ্ধার