নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ দ্রব্যমূল্য ক্রেতাদের সহনীয় পর্যায়ে রাখতে নাইক্ষ্যংছড়ি উপজেলায় নিয়মিত বাজার মনিটরিং করছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
রবিবার (২ মার্চ) নাইক্ষ্যংছড়ি উপজেলার বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় দ্রব্য মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলকভাবে হালনাগাদ করানো হয় এবং কিছু পণ্য যেমন তৈল, ব্রয়লার মুরগী, ডাল,শশা, লেবু ইত্যাদির মূল্য ক্রয়ের রশিদ যাচাই করে তাতক্ষণিকভাবে কমিয়ে মূল্য তালিকা হালনাগাদ করা হয়। রমজানে নিয়মিত এই তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে জানান ইউএনও। এসময়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মো: মাসরুরুল হক ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।