নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন’র তুমব্রু উত্তর পাড়া জামে মসজিদের বার্ষিক সভার বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান (১৮) নামের যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফ্রেরুয়ারী) সকাল অনুমানিক ৮ ঘটিকায় দিকে উপজেলার তুমব্রু উত্তর পাড়া জামে মসজিদের উঠানে এই হ্নদয় বিদারক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী বরাতে জানা গেছে, মসজিদের বার্ষিক সভার মাইক টাঙানো তার ধরা মাত্রই তার সমস্ত শরীর বিদ্যুতায়িত হয়ে তিন ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়ে রায়হান। তাৎক্ষণিক মসজিদের উঠানে উপস্থিত দুই-একজন তাকে উদ্ধার করে কুতুপালং এম এস এফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবক উখিয়া উপজেলা রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ কুতুপালং খুলু মিয়ার ছেলে মোহাম্মদ রায়হান (১৮) বলে জানা গেছে।
এ-সংক্রান্তে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মাসহারুল হক বলেন, ঘটনার বিষয়ে কারো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।