থানচি প্রতিনিধিঃ সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বান্দরবানের থানচিতে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে থানচি বাজার প্রাঙ্গণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির সম্মিলিত নেতাকর্মীদের অংশগ্রহণে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বান্দরবান জেলা পরিষদের নব নিযুক্ত মৎস্য ও পর্যটন ব্যবস্থাপনা বিষয়ক সদস্য খামলাই ম্রো সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাকুরাম ত্রিপুরা সঞ্চালনায় জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সাবেক জেলা পরিষদের সফল চেয়ারম্যান, রাজ পুত্র সাচিংপ্রু জেরী।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মিঠুন, সাবেক ছাত্র দল ও স্বেচ্ছাসেবকদলের সভাপতি জাহাঙ্গীর আলম, রোয়াংছড়ি উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান ও বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক ক্যসানু মারমা, জেলা মহিলা বিএনপি সভানেত্রী মাক্যপ্রু মারমা, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি অমিত ভূষণ তংচংগ্যা, জেলা যুবদলের সহ সভাপতি হ্লাগ্যচিং মারমা, আলিকদম উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হেডম্যান মংক্যনু মারমা, লামা বিএনপি সাধারণ সম্পাদক থোয়াইনুঅং মারমা, আলিকদম বিএনপি সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম ও উপজেলা পর্যায়ে বিএনপির, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামীলীগ ফ্যাসিস্ট শেখ হাসিনা নির্বাচন কাঠামোকে ধ্বংস করে অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রাখার প্রয়াস চালিয়েছিল এবং ১৬ বছর ধরে ক্ষমতায় ছিলেন। কিন্তু ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও দেশের সকল স্তরের দোসররা এখনো তথপর রয়েছে। তাই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে থানচির সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানান তিনি।
আরো পড়ুন >>>থানচিতে সূর্যোদয়ের সাথে সাথে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে মহান বিজয় দিবস পালিত


