নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানে একদিনের ব্যবধানে বান্দরবানের কলাঘাটা এলাকার পাহাড় থেকে মানব কঙ্কাল সাঙ্গু নদী থেকে অজ্ঞাতনামা মরদেহ ও উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (১১ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টায় বান্দরবান পৌরসভার মধ্যমপাড়া এলাকার সাঙ্গু নদীর চরে কিছু শিশু-কিশোর খেলাধুলা করতে গেলে,এসময় নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানালে, স্থানীয়রা পুলিশকে খবর দেয়,পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এর আগে গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) বান্দরবান জেলা সদরের পৌরসভার কালাঘাটা ফেঞ্চি ঘোনা এলাকার পাহাড়ের গভীর জঙ্গলে বাস বাগানের নিচে স্থানীয়রা একটি মানব কঙ্কাল দেখতে পেলে ঘটনা স্থলে গিয়ে একটি মানব কঙ্কাল উদ্ধার করে পুলিশ। এনিয়ে একদিনের ব্যবধানে সাঙ্গু নদী থেকে একটি অজ্ঞাতনামা মরদেহ ও পাহাড় থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়েছে। সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত এদের পরিচয় শনাক্ত করা সম্ভব যায়নি।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।
এবিষয়ে আরো জানতে চাইলে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, গতকালের উদ্ধার করা মানব কঙ্কালটি ফরেনসিক টেষ্টের জন্য পাঠানো হয়েছে এবং আজ উদ্ধার করা মরদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। এছাড়া আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
আরো পড়ুন >>>আরাকান আর্মি কৃতক মংডু দখল, নাফ নদীতে নৌ চলাচলে প্রশাসনের নিষেধাজ্ঞা