থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচি বলিপাড়া ইউনিয়নের কমলা বাগান মারমা পাড়া এলাকায় চাঁদের গাড়ি (ছাদখোলা লেন্ডক্রুজার) এর ধাক্কায় এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ২ টায় থানচি বলিপাড়া ইউনিয়নের কমলা বাগান মারমা পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা জয়, এতে মটরসাইকেল চালক সিংলক ম্রো (১৭) গুরুতর ভাবে আহত হন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বেলা ২টার সময় থানচি থেকে আসা চাঁদের গাড়ি (ছাদখোলা লেন্ডক্রুজার) বলিপাড়া ইউনিয়নের কমলা বাগান মারমা পাড়া এলাকায় পৌঁছালে ওপর দিক থেকে আসা এক মটরসাইকেল কে ধাক্কা দিলে চালক সিংলক ম্রো মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আঘাত পেলে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে বান্দরবান সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
আহতের সিংলক ম্রো বলিপাড়া ইউনিয়নের সাক্ষয় কমান্ডার পাড়া, ৪নং ওয়ার্ড বাসিন্দা কমচম ম্রো এর ছেলে বলে জানা যায়।
আরো পড়ুন >>>রুমায় সেনাবাহিনীর অভিযানে গোলাবারুদ সহ নিহত তিন কেএনএ সদস্যের লাশ উদ্ধার