নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান পার্বত্য জেলায় পর্যটন শিল্পের প্রসারে এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে উন্নতমানের ছাদখোলা পর্যটকবাহী বাস চালু করেছেন হোটেল হিলভিউ।
১৮নভেম্বর (সোমবার) সকালে জেলা শহরের হোটেল ভিউ এর স্বত্ত্বাধিকারী কাজল কান্তি দাশ পর্যটকদের জন্য এই ছাদ খোলাবাসের উদ্বোধন করেন।
পাহাড়-নদী-ঝর্ণার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যের পটভূমি ও সবুজের অনাবিল সমারোহের তীর্থস্থান বান্দরবান পার্বত্য জেলা। এ জেলায় বাঙালি জনগোষ্ঠী সহ ১২টি জনগোষ্ঠীর বসবাস। ১১টি ক্ষুদ্র -নৃগোষ্ঠীর রয়েছে নিজস্ব ভাষা ও বৈচিত্র্যময় কৃষ্টি ও সংস্কৃতি। বৈচিত্রময় পাহাড়ি সবুজের আহবানে সাড়া দিয়ে দেশ-বিদেশ হতে অসংখ্য পর্যটক পার্বত্য এই জেলা ভ্রমণ করতে আসেন। কিন্তু পর্যটকবান্ধব উন্নত পরিবহন ব্যবস্থা না থাকায় পর্যটকরা বান্দরবানের অপরূপ সৌন্দৰ্য্য অবলোকন থেকে বঞ্চিত হন।
পর্যটকদের যাতায়াত ও নিরাপদ ভ্রমণের সুবিধার্থে এবং পর্যটন শিল্পের প্রসারে উন্নতমানের পর্যটকবাহী ছাদখোলা বাসে পর্যটকেরা সহজেই দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ করতে পারবেন বলে দাবি সংশ্লিষ্টদের।
হোটেল হিলভিউ”র মালিক কাজল কান্তি দাশ জানান, বান্দরবানে আগত পর্যটকদের স্বল্প খরচে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ তৈরী করে দিতে দীর্ঘদিন ধরে চেষ্টার ফলে ছাদ খোলা বাসে পর্যটকদের ভ্রমণ বিষয়ে গত ফেব্রুয়ারীতে জেলাপ্রশাসকের অনুমতি পাওয়া গেলেও কিছু সীমাবদ্ধতার কারনে এতদিন চালু করা যায়নি। তবে সব বাঁধা অতিক্রম করে বান্দরবানে পর্যটন শিল্পের প্রসারে পর্যটকদের জন্য ছাদ খোলা বাস উদ্বোধন করা হয়েছে। পর্বর্তীতে পর্যটকদের চাহিদার প্রেক্ষিতে প্যাকেজ সিস্টেম করা হবে এবং বান্দরবান পার্বত্য জেলায় পর্যটন শিল্পের প্রসারে এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতকরণে উন্নতমানের ছাদখোলা পর্যটকবাহী বাস চালু করা হয়েছে বলে জানান তিনি।
বান্দরবান জোন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহামুদ বলেন বান্দরবানে পর্যটন বিকাশে নিয়মিত পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে পর্যটকদের সার্বিক নিরাপত্তা প্রদান করা হয়ে থাকে। এবার বান্দরবানে আগত পর্যটকদের জন্য নতুন সংযোজন ছাদ খোলা বাস পর্যটকদের আকৃষ্ট করবে এবং স্বল্প খরচে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে বান্দরবানে আগত পর্যটকরা। ছাদখোলা বাসের কর্তৃপক্ষের সাথে পর্বতীতে আলোচনা করে পর্যটকদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
(আরো পড়ুন)
রুমার চান্দা পাড়া বৌদ্ধ বিহারে ধর্ম দেশনা ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ


