নিজস্ব প্রতিবেদকঃ বন্ধুদের গোসল করতে গিয়ে সাঙ্গু নদীতে নিখোঁজ হওয়া ফ্লেয়িং খুমি (১৩) নামের এক স্কুল ছাত্রের মরদেহ একদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (৯ নভেম্বর) বেলা ১২ টায় বান্দরবান পৌরসভার ক্যাচিংঘাটা ৬ নাম্বার ওয়ার্ড এলাকার সাঙ্গু নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফ্লেয়িং খুমি (১৩) বান্দরবান ক্যাচিংঘাটা এলাকার বীর বাহাদুর স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র ও বান্দরবানের রুমা উপজেলার বগালেক এলাকার বাসিন্দা সাংলি খুমীর ছেলে বলে জানা যায়।
স্থানীয় সুত্রে জানা যায়, ফ্লায়িং খুমি (১৩) বীর বাহাদুর স্কুল এন্ড কলেজের ছাত্রাবাসে বসবাস করত। গতকাল শুক্রবার (৮ নভেম্বর) বেলা ৩টায় ছাত্রাবাসের পাশে অবস্থিত সাঙ্গু নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গেলে সেখানে পানির স্রোতে তলিয়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে সন্ধ্যা নেমে অন্ধকার হয়ে যাওয়ায় এবং বান্দরবান ফায়ার সার্ভিস ইউনিটের ডুবুরি দল না থাকার কারনে উদ্ধার অভিযান পরিচালনা করা যায়নি।
পরে আজ সকাল থেকে উদ্ধার অভিযান পরিচালনা করে দুপুরে তলিয়ে যাওয়া স্থান থেকে ফ্লায়িং খুমি (১৩) মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস এর একটি ডুবুরি দল।
বান্দরবান ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পূর্ণ চন্দ্র মুদসুদ্দী মরদেহ উদ্ধারের বিষয়টি পাহাড় সাংবাদিকদের নিশ্চিত করেন।
(আরো পড়ুন)
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির ইতিহাসের সবচেয়ে বৃহৎ জনসমাবেশ ও গণমিছিল।