ডেস্ক নিউজঃ শনিবার (২৬ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি সদর থানার পুলিশ খাগড়াছড়িতে গ্রেফতার সাংবাদিক প্রদীপ চৌধুরীকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কি কারণে তাকে কারাগারে পাঠানো হয়েছে আদালত সূত্রে জানা যায়, প্রদীপ চৌধুরীর বিরুদ্ধে খাগড়াছড়ি সদর, মানিকছড়ি, পানছড়ি ও দীঘিনালা থানায় রাজনৈতিক ৫টি মামলা রয়েছে। সব মামলায় ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক মামলা। এইসব মামলায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সাংবাদিক প্রদীপ চৌধুরী খাগড়াছড়ি জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি। এবং দৈনিক সমকাল পত্রিকা , ও দীপ্ত টিভি’র খাগড়াছড়ি জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
উল্লেখ্য, (২৫ অক্টোবর) শুক্রবার বিকেলে প্রদীপ চৌধুরীকে খাগড়াছড়ি সদর হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করে পুলিশ। সাংবাদিক প্রদীপ চৌধুরীকে গ্রেফতারের পর চারিদিকে উঠে নিন্দার ঝড় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নসহ পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের অনেক পেশাজীবী সাংবাদিক তার অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন ।