নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানেরর নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ব্যবসায়ী পাড়ার মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট আলিম (ডিগ্রী) মাদ্রাসার পুকুরে ডুবে ১ মাদ্রাসার ছাত্রের করুণ মৃত্যের খবর পাওয়া যায়।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিছামারার ব্যবসায়ী পাড়ার মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মাদ্রাসার পুকুরে গোসল করতে নেমে,ওই মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র মোহাম্মদ ঈসা (১৪) প্রাণ হারান।
মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মাদ্রাসার ছাত্র মো: ইলিয়াছ জানান,তাদের মাদ্রাসার পুকুরে সপ্তম শ্রেণীর ছাত্র মোহাম্মদ ঈসা গোসল করতে নামে কিন্তু দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরও তাকে না পেয়ে তার পরিবার খোঁজাখুঁজির করতে থাকে একপর্যায়ে স্থানীয়রা পুকুরে নেমে তার লাশ উদ্ধার করেন।
পুকুরে ডুবে নিহত মোহাম্মদ ঈসা নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর বিছামারা গ্রামের মোহাম্মদ জুবাইর এর পুত্র।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসরুরুল হক জানান,পানিতে ডুবে মদিনাতুল উলুম মাদ্রাসার ঈসা নামক এক ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আরও জানান,পুকুরে ডুবে মৃত্যবরণকারী ঈসার পিতার লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত না করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্য মামলা লিপিবদ্ধ করা হয়েছে।