নাইক্ষংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আজুখাইয়া ফকিরপাড়া রাবার বাগান নামক এলাকার সড়কে টলি বোঝায় গাড়ি নিয়ন্ত্রণ হরিয়ে রতন বড়ুয়া (৩৯) নামের এক যুবক নিহত ও আরো দুই জন আহত হয়।
মঙ্গলবার(১৭ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে নাইক্ষংছড়ি নাইক্ষংছড়ির ঘুমধুম আজুখাইয়া ও রাবার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পিতা অরিবৃন্দু বড়ুয়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, নাইক্ষংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দল মান্নান। নিহত রতন বুড়ুয়া ঘুমধুম ৬নং ওয়ার্ডের অরিবৃন্দু বড়ুয়ার ছেলে।
এতে টলি গাড়িতে থাকা দুই ব্যক্তি গুরুতর আহত হয়।
ঘটনাটি দেখে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতাল প্রেরণ করেছেন।
এই বিষয়ে নাইক্ষংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল মন্নানের সাথে যোগাযোগ করে হলে তিনি এই প্রতিবেদক কে জানান খবর পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।