নিজস্ব প্রতিবেদকঃ (১৬আগষ্ট) শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ এবং আহতদের সুস্থতা কামনায় বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
১৬(আগষ্ট) শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির বান্দরবান জেলা কার্যলয়ে অনুষ্ঠানটির আয়জন করা হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হায়দার বাবলু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ সাচিং প্রু জেরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গনি,আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক অমিত তঞ্চঙ্গ্যা, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান মোহন, রেজাউল করিম সোহেল, ওমর ফারুক জিহাদ, মো: ইমরান, এমরান হোসেন বাচ্চু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফুর রহমান রুবেল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুনুর রশিদ, দপ্তর সম্পাদক (চলতি দায়িত্ব) আলমগীর হোসেন রাজু সহ জেলা স্বেচ্ছাসেবক দল, পৌর স্বেচ্ছাসেবক দল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা।
উল্লেখ্য দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার সুস্থতা কামনায় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন যারা তাদের আত্মার মাগফিরাত কামনায় ও যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনায় এই দোয়া মাহফিল আয়জন করা হয়।