Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবানে সাঙ্গু নদীতে ডুবে প্রাণ গেলো এক কিশোরের।

আরাফাত খাঁন
আপডেট : August 16, 2024
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানে পৌর এলাকায় সাঙ্গু নদীতে ডুবে মোহাম্মদ মারুফ ইসলাম (১৭) নামে এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

স্থানীয়রা জানান, নিখোঁজ মারুফ ও তার বন্ধু বিজয় মল্লিক সাঙ্গু নদীতে গোসল করতে যায়। খেলার ছলে দুই বন্ধু নদীতে নেমে এপার থেকে ওপারে যাওয়ার চেস্টার সময় নদীতে প্রবল স্রোতে মধ্যে বিজয় মল্লিক কোনরকম সাঁতরে তীরে পৌঁছাতে পারলেও পানির স্রোতে ভেসে নিখোঁজ হয় মারুফ।

শুক্রবার (১৬ আগস্ট) সাড়ে ১২টার দিকে মারমা বাজার এলাকা থোয়াইচপ্রু মাস্টার ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ মারুফ ইসলাম পৌরসভা বালাঘাটা এলাকার মোহাম্মদ দিদার ইসলাম -এর ছেলে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস এর একটি ইউনিট ওই স্থানে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে এবং রাঙ্গামাটি ফায়ার সার্ভিস স্টেশন থেকে ডুবুরী দলএসে যৌথ অভিযানে বিকেল ৫ ঘটিকার সময় ডুবে যাওয়া স্থান থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ কে হস্তান্তর করে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, সংবাদ পাওয়া মাত্র আমাদের টিম কাজ শুরু করে,পরে লাশ উদ্ধার করা হয়।