রুমা প্রতিনিধিঃ বান্দরবানের রুমা উপজেলায় টানা ৪দিনের বর্ষণ ও পাহাড়ি ঢলে দ্রুত গতিতে বেড়ে চলেছে সাগু নদীর পানি। ইতি মধ্যে পানি বিপদসীমার উপরে বইছে, এবং তলিয়ে গেছে রুমা উপজেলার নিম্নঅঞ্চলের ঘরবাড়ি দোকানপাট। এই কারণে জেলা সদরের সাথে উপজেলার যোগাযোগ অভ্যন্তরীণ সড়ক বিছিন্ন হতে পারে বলে জানা গেছে। বন্যার আশাস্কায় ভুগছে স্থানীয় বাসিন্দারা।
অভ্যন্তরীণ এলাকার বিভিন্ন সড়ক ডুবে যাওয়ায় ডিঙ্গি নৌকা দিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা,রুমা বাজারের ব্যবসায়ীরা জানান, রুমা উপজেলার একমাত্র বাজার তলিয়ে গেলে পণ্য সরবরাহ প্রয়োজনীয় দ্রব সামগ্রী সংকট দেখা দিতে পারে।
রুমা ৪ ইউনিয়নে ২৮টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বন্যায় দুর্গদের জন্য। বন্যা মোকাবেলায় প্রস্তুত ইতিমধ্যে রুমা উপজেলা প্রশাসন।বন্যার পানিতে তলিয়ে যাওয়া এলাকার বাসিন্দারা আশ্রয় কেন্দ্রেগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে।