নাইক্ষংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলা সদর ইউনিয়নে উপজেলা প্রশাসন-এর উদ্যোগে অফিসার্স ক্লাবের দ্বিতীয় তলায় অফিসার্স ক্লাব জিম নির্মাণ কাজ শেষে বৃাহস্পতিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নাইক্ষংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জাতীয় ফুটবল টিমের খেলোয়াড় ওসাইমং মার্মাসহ বিভিন্ন খেলোয়াড় সরকারি কর্মকর্তা,গোয়েন্দা, সাংবাদিক ও জনপ্রতিনিধি।
আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এই জিমটির সুস্বাস্থ্যের অধিকারী বিশ্বমানের খেলোয়াড় গড়ে তুলে এই জিম নাইক্ষংছড়ি ক্রীড়াঙ্গনকে গর্বিত করবে বলে উপস্থিতরা আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মোহাম্মদ জাকারিয়া বলেন,খেলোয়াড়দের উন্নত শারীরিক সক্ষমতা অর্জনের জন্য জিমের গুরুত্বের বিষয়টি উপলব্ধি করেই একটি অত্যাধুনিক জিম প্রতিষ্ঠার চিন্তা মাথায় আসে। খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধিতে এ জিম ব্যাপক ভূমিকা রাখবে।