Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

রুমায় প্রাথমিক শিক্ষকদের অনিয়মে চরম হতাশ অভিভাবকরা, অপসারণ চেয়ে আবেদন

চনুমং মার্মা
আপডেট : June 3, 2024
Link Copied!

রুমা প্রতিনিধি: বান্দরবানের রুমা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনিয়ম চরম পর্যায়ে পৌঁছেছে। মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিতি এবং কয়েক মাস পরে এসে হাজিরা খাতায় সই করা সহ ভুয়া স্লিপ ভাউচারে বিল উত্তোলন করে অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগও রয়েছে একাধিক শিক্ষকদের বিরুদ্ধে। দুর্গমতার অজুহাতে উপজেলার বেশির ভাগ প্রাথমিক শিক্ষক কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকেন না। উপজেলার সদর এলাকার কয়েকটি প্রাথমিক বিদ্যালয় ছাড়া প্রায় সবকটি বিদ্যালয়ের একই চিত্র। দেখা গেছে মাত্র ৫-১০ কিলোমিটার দূরত্বের কর্মস্থলেও শিক্ষকদের অনিয়ম নিয়মিত। শিক্ষকদের এহেন  ধারাবাহিক অনিয়মে হতাশ অভিভাবক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বৃন্দ শিক্ষকদের অপসারণ চেয়ে আবেদন করেছেন। আজ (৩ জুন) উপজেলার এক প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর ওই বিদ্যালয়ের কর্মরত শিক্ষকদের অপসারণ চেয়ে আবেদন করেছেন। জানা যায়, চাইরাগ্র পাড়ায় অবস্থিত জুরবারং পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন ৩ জন। কিন্তু তাদের কেউ মাসজুড়ে কর্মস্থলে উপস্থিত থাকেন না। চাইরাগ্র পাড়াবাসীর অভিযোগ পুরো মাস জুড়ে বিদ্যালয় ফাঁকা পড়ে থাকে। মাঝে মাঝে শিক্ষকদের দেখা মিললেও তারা শ্রেণি কার্যক্রম চালান না, তারা আসেন পুরো মাসের হাজিরা দিতে। অভিভাবকরা আরও অভিযোগ করেন, শিক্ষকদের বারবার অনুনয় বিনয় করে শ্রেণি কার্যক্রম নিয়মিত পরিচালনার অনুরোধ করা হলেও তারা (শিক্ষকরা) কারো কথার কর্ণপাত করেননি। উল্টো অনুরোধকারী অভিভাবক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ সদস্যদের প্রভাব দেখিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করার অভিযোগ করেছেন।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিষ চিরান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেলে তদন্তের ব্যবস্থা নেবেন।