নিজিস্ব প্রতিবেদক: (২৫ মে) রোজ শনিবার বান্দরবান পৌরসভার বালাঘাটা বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লি: রেজি নং:৭০৯ (বা/বান) এর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ হয়।
(২৫ মে) রোজ শনিবার সকাল ৭ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিক পর্যন্ত ভোট গ্রহণ হয়। মোট ভোটার সংখ্যা নারী পুরুষ উভয়ে ২৬০ জন।
জাতীয় সমবায় পরিষদ এর নেতৃত্বে বালাঘাটার সকল ব্যবসায়ী দের সার্বিক সহযোগিতায় নির্বাচন সুষ্ঠ ও সফল হয়েছে বলে দাবি প্রার্থীদের।
উক্ত নির্বাচনে সভাপতি পদে জনাব আবু তাহের চেয়ার প্রতিক নিয়ে ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হোন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ নুরুল আলম ছাতা প্রতীক নিয়ে ভোট পান ৮৮ টি। সহ সভাপতি পদে দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে ১৩৩ ভোট পেয়ে জয় লাভ করেন নির্মল কান্তি বিশ্বাস। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুল ইসলাম বাইসাইকেল প্রতিকে ভোট পড়ে ১২২ টি। সাধারণ সম্পাদক পদে হরিণ প্রতীক নিয়ে ১২৪ ভোট পেয়ে নির্বাচত হোন শামসুল আলম তার প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর মধ্যে আবুল কাশেম গোলাপ ফুল প্রতীক নিয়ে ভোট পান ১০৫ ভোট। সুকুমার শীল প্রজাপতি প্রতীক নিয়ে ভোট পান ০১টি। আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুমন নন্দি তালা চাবি প্রতীক নিয়ে ভোট পান ২৬টি। অর্থ সম্পাদক/ কোষাধ্যক্ষ পদে হাস প্রতীক নিয়ে ৯১ ভোট পেয়ে নির্বাচিত হোন আইয়ুব আলী। তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী জহিরুল ইসলাম মোবাইল প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩ ভোট। মোহাম্মদ সেলিম কলসি প্রতীক নিয়ে পান ৪০ ভোট। উজ্জ্বল দাস মাইক প্রতীক নিয়ে পান ৫৯ ভোট।
ভোট গণনা শেষে বিকাল ৫ ঘটিকার সময় ফলাফল বের হয় বালাঘাটা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে। ফলাফল এর পর জয়ী প্রার্থীরা তাদের সমর্থক দের নিয়ে বিজয় মিছিল বের করে উর্যাপন করেন।